খুলনায় সাড়ম্বরে উদযাপিত হলো আইটি প্রফেশনালদের মিলনমেলা

0
703

রবার্ট বিশ্বাস : খুলনায় সাড়ম্বরে উদযাপিত হলো বাংলাদেশ আইটি প্রফেসনালস এসোসিয়েশন আয়োজিত “বিটপা কনফারেন্স ২০১৮”। শনিবার (২৪ নভেম্বর) খুলনা মোংলা বন্দর অডিটোরিয়ামে অনুষ্ঠিত কনফারেন্সটি সকাল সাড়ে ৯টা হতে শুরু হয়। চলে সন্ধ্যা সাড়ে ৬টায়। এদিন পুরো খুলনা পরিনিত হয়েছিল আইটি প্রফেশনালদের মিলন মেলায়। এবারের কনফারেন্স এ অংশগ্রহন করতে বাংলাদেশ এর বিভিন্ন অঞ্চলসহ প্রতিবেশী রাষ্ট ভারত থেকেও এসেছিলেন আইটি উদ্যোক্তাগণ।

বিটপা কনফারেন্স ২০১৮ এর প্রধান অতিথি ছিলেন “লার্ন উইথ হাসিন হায়দার এর ফাউন্ডার-হাসিন হায়দার। হাসিন হায়দার কে ক্রেষ্ট তুলে দেন বিটপা সভাপতি মুযাহিদুল ইসলাম। কনফারেন্স আয়োজক কমিটির সভাপতি ছিলেন  ফ্রিল্যান্স ওয়েবডেভেলপার রবার্ট বিশ্বাস। এই কনফারেন্স এ অনলাইন প্রোফেশন এর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, দেশ এবং আন্তর্জাতিক অজ্ঞনে দক্ষতা এবং সুনামের সাথে বিচরণ করে বেড়ানো আইটি প্রফেশনালগণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি “লার্ন উইথ হাসিন হায়দার এর ফাউন্ডার-হাসিন হায়দার বিটপা এর এমন আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শুধু খুলনা না, সারা বাংলাদেশ এ হওয়া উচিত।”

“গ্রো উইথ নাহিদ এর ফাউন্ডার এবং পেয়োনিয়ার বাংলাদেশ এর হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, নাহিদ হাসান বলেন, এ ধরনের প্রোগ্রাম অনলাইন প্রফেশনে দক্ষ জনশক্তি বাড়ানোর ক্ষেত্রে খুবি কার্য্যকরী ভুমিকা পালন করে। এমন কনফারেন্স সারা বাংলাদেশ এ হওয়া উচিত ”