লাল গ্রহে চার বছর!

0
436

অনলঅ্নি ডস্কে: পৃথিবীর বাইরে যে গ্রহগুলো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাতটি হলো মঙ্গল। বহু আগে থেকেই বিজ্ঞানীদের বিশ্বাস, এই গ্রহেই হয়তো মানুষ্যবসতি সম্ভব হবে। সেই আগ্রহ থেকেই নাসা লাল গ্রহে পাঠিয়েছিল কিউরিওসিটি রোভার। দেখতে দেখতে ৪ বছর পেরিয়েছে কিউরিওসিটি গ্রহটিতে অবস্থান করছে। মঙ্গলের হিসাবে ১৪২১ দিন রহস্যময় গ্রহটিতে রয়েছে পৃথিবীর যান। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে মঙ্গের মাউন্ট শার্পসহ আরো অনেক কিছু পরীক্ষা করে বেড়াচ্ছে কিউরিওসিটি। সেখানে তুলেছে অনবদ্য কিছু ছবি। সুদীর্ঘ সময়ে কিউরিওসিটির তোলা অবনবদ্য কিছু ছবি দেখে নেওয়া যাক।