সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে শরণখোলায় সাংবাদিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

0
179

শরণখোলা প্রতিনিধি:
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শরণখোলার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার সকাল ১০টায় উপজেলা সদর রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, শরণখোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী, সাবেক সভাপতি বাবুল দাস, আসাদুজ্জামান মিলন, সাংবাদিক মনিরুজ্জামান আকন, সাবেরা ঝর্ণা, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, কেন্দ্রিয় ছাত্রলীদের সাবেক সদস্য জুয়েল হাসান তেনজিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার,ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান।

খুলনা টাইমস/এমআইআর