আশাশুনিতে উন্মুক্ত লটারির মাধ্যমে বোরোধান ক্রয় করা হবে: ইউএনও মীর আলিফ রেজা

0
371

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনিতে উন্মুক্ত লটারির মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে চলতি মৌসুমে বোরোধান ক্রয় করা হবে বলে জানিয়েছেন ইউএনও মীর আলিফ রেজা। একজন কৃষক সরাসরি সরকারি খাদ্য গুদামে ধান বিক্রয় করতে পারবেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, উপজেলায় সরকারিভাবে বোরোধান ক্রয়ের লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তালিকা তৈরির কাজ চলমান রয়েছে । সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তার নিকট আপনাদের (কৃষকদের) নামটি অন্তর্ভুক্ত হয়েছে কিনা তা যাচাই করে নেওয়ার জন্য আহবান জানিয়েছেন। কোন কোন কৃষক খাদ্য গুদামে ধান বিক্রয়ের জন্য নির্বাচিত হবেন তা খুব শীঘ্রই উন্মুক্ত লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। এছাড়া, বিষয়টি গ্রামের কৃষকবৃন্দের মাঝে ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য উপজেলার সচেতন জনসাধারণকে অনুরোধ করেছেন।