পটুয়াখালীর ৬৪ জনের নমুনা নিয়েছে আইইডিসিআর

0
218

খুলনাটাইমস: পটুয়াখালীর ৬৪ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে আইইডিসিআরের ফলাফলে পাঁচজনের নমুনায় করোনা পাওয়া যায়নি। বাকিদের রিপোর্ট আসেনি। গতকাল মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। সভিল সার্জন বলেন, পটুয়াখালীতে করোনাভাইরাস সন্দেহে এ পর্যন্ত ৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আইইডিসিআরের ফলাফলে পাঁচজনের করোনা পাওয়া যায়নি। বাকি ৫৯ জনের রিপোর্ট এখনও হাতে পাইনি আমরা। তিনি বলেন, এ পর্যন্ত জেলায় ৮০০ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এর মধ্যে ৭২৪ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ৭৬ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এদিকে, সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে শহরের প্রবেশপথগুলো বন্ধ করে দেয়া হয়েছে। শহরের প্রবেশপথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নজরদারি রেখেছেন। পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মো. মতিউল ইসলাম চৌধুরী ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মইনুল হাসানের নেতৃত্বে প্রশাসনের লোকজন শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। সেই সঙ্গে মানুষকে ঘরে থাকার অনুরোধ করেছেন ডিসি ও এসপি।