৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নিয়ে আসছেন অভিনেতা প্রিয়

0
424

খুলনাটাইমস বিনোদন: প্রতিদিন ঘুরছে ঘড়ির কাটা। ঠিক তেমনি করে ঘুরছে মানুষের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা। পাল্টে যাচ্ছে সময়, বদলে যাচ্ছে দিন। নতুন দিনের হাওয়া অনেক কিছুই পরিবর্তন করে দিচ্ছে। সময়ের ব্যবধানে পাল্টে যাচ্ছে মানুষ। নিজেকে পরিবর্তন করতে অনেক মানুষ ছুটছেন ঘড়ির কাটার মত। আবার অনেকেই প্রতিষ্ঠিত সমাজ বির্নিমানে মাথা উঁচু করে দাড়াতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তেমনি ভাবে একজন ভাল অভিনয় শিল্পী হিসেবে নিজেকে গড়ার স্বপ্ন দেখছেন তরুণ অভিনেতা আখলাছ আহমেদ প্রিয়। অভিনয়ের মাধ্যমে নিজেকে মিডিয়া জগতে এগিয়ে নিতে চান এই নতুন অভিনেতা। ভাল গল্পের কাজ পেলে চমক দেখাতে চান তিনি। তবে রোমান্টিক প্রেমের গল্প হলে খুব সহজেই নিজেকে উপস্থাপন করতে পারবেন বলে ধারনা করছেন এই অভিনেতা। বর্তমানে সাংবাদিক হিসেবে পরিচিতি থাকলেও এই অভিনেতা নিজেকে সময়ের সাথে পরিবর্তন করতে চান। সাংবাদিকতার পাশাপাশি একজন ভালো মানের অভিনেতা হতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি আখলাছ আহমেদ প্রিয় পুলিশ সুপার মোহাম্মদ উল্যা নিবেদিত ও সৈয়দ রাশিদুল হক রুজেন পরিচালিত সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্ছিত্র ‘উত্যক্ত’, ‘পরিণতি’, ‘দ্যা মিশন’, ‘নেশা’ ও ‘পরিণাম’-এ বিভিন্ন চরিত্রে কাজ করেছেন। শীঘ্রই হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ এসব চলচ্চিত্র প্রিমিয়ার-এর উদ্বোধন করবেন। এর আগেও তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্ছিত্র ‘ভালবাসার মৃত্যু’, নাটক ফুলমতি, বাপ বেটার ফুটানি ও মাহফুজ আলমের পাপ নাটকেও পুলিশের এসআই চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি মিউজিক ভিডিও এবং নিজের পরিচালিত নাটক ‘ত্রিভূজ প্রেম’ এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আখলাছ আহমেদ প্রিয় বলেন, ‘ভালো অভিনয় করতে হলে ভালো গল্প ও ভালো চরিত্রের প্রয়োজন। মিডিয়াতে নিজেকে আগানোর চেষ্টা করছি। ছোট-খাটো চরিত্রে অভিনয় করে ভাল অভিনয় শিল্পী হওয়ার আগ্রহ জাগে। এরপর নিজের পরিচালিত ‘ত্রিভূজ প্রেম’-এ কাজ করার পর অভিনয়ের প্রতি মনোযোগ বেড়ে যায়। সম্প্রতি পুলিশ সুপার মোহাম্মদ উল্যা নিবেদিত ও সৈয়দ রাশিদুল হক রুজেন পরিচালিত একযোগে কয়েকটি সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্ছিত্রে কাজ করে খুবই ভালো লেগেছে। এতে আমি খুবই আনন্দিত হয়েছি। তাবে আশা রাখি ভাল গল্পের কাজ পেলে চমক দেখাবো ইনশাআল্লাহ’।