৪ দেশে ১৮ বাংলাদেশির মৃত্যু করোনায়

0
334

প্রাণঘাতী করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা গেছে প্রায় ১৯ হাজার মানুষ। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৮ জন। বাংলাদেশেই মারা গেছেন ৪ জন। এছাড়া যুক্তরাষ্ট্রে ৮ জন, যুক্তরাজ্যে ৫ জন ও ইতালিতে ১ জন বাংলাদেশি মারা যান। বাংলাদেশ ৪ জনের মৃত্যু: গত ১৮ মার্চ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় এক বৃদ্ধের মৃত্যুর খবর দেয় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর)। দেশের মাটিতে এটিই ছিল করোনায় প্রথম মৃত্যু। এর পর ২১ মার্চ মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে জরুরি সংবাদ সম্মেলনে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে আরেকজনের মৃত্যুর খবর জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।