২৮ অক্টোবর ইতালিতে বিমানের ফ্লাইট

0
181

টাইমস ডেস্ক:
প্রবাসীদের চাহিদার কথা বিবেচনা করে আগামী ২৮ অক্টোবর ঢাকা থেকে ইতালির রোমে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান জানায়, বাংলাদেশস্থ ইতালি দূতাবাসের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে রোম এ ফ্লাইট পরিচালনার জন্য রেজিস্ট্রেশন শুরু করেছে। আগামী ২৮ অক্টোবর ফ্লাইটটি রোমে যাবে। যাত্রীদের টিকিট বুকিং ও সংগ্রহের জন্য বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। এছাড়াও টিকিট কেনার আগে ইতালি যাত্রার করোনা সংক্রান্ত শর্ত/নির্দেশনা বিমানের ওয়েবসাইট থেকে দেখে নিতে বলেছে বিমান। বর্তমানে বাংলাদেশিরা তার্কিশ এয়ারলাইনস, এমিরেটস এবং কাতার এয়ারওয়েজের মাধ্যমে ট্রানজিট ফ্লাইটে ইতালি যাচ্ছেন। কোভিড-১৯ পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি ইতালি সরকার দেশটিতে বাংলাদেশি প্রবেশে দেশটির জারি করা নিষেধাজ্ঞা শিথিল করে।