২১ আগষ্ট স্মরণে ১৪ দলীয় জোটভুক্ত বাম-গণতান্ত্রিক দল সমূহের সভা অনুষ্ঠিত

0
194

খবর বিজ্ঞপ্তি:
১৪ দলীয় জোট ভুক্ত বাম-গণতান্ত্রীক দলগুলীর উদ্যোগে ২০০৪ সালের ২১শে আগষ্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আই, ভি রহমান সহ সকল শহীদদের স্মরণে ন্যাপ নেতা এ্যাড. ফজলুর রহমানের সভাপতিত্বে সাম্যবাদী দল নেতা এফ, এম ইকবাল এর পরিচালনায় শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি খুলনা জেলা শাখার কার্যালয়ে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. মীনা মিজানুর রহমান, খুলনা জেলা জাসদের সাধারণ সম্পাদক স.ম. রেজাউল করিম, খুলনা মহানগর জাসদের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মন্টু, ওয়ার্কার্স পার্টির মহানগর সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড দেলোয়ার উদ্দীন দিলু প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা বলেন ২০০৪ সালের ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর ছত্রছায়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে দেশ থেকে গণতন্ত্রের নাম-নিশানা মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছিল। বর্তমানে দেশের সকল প্রকার দূর্নীতির বিরুদ্ধে সফল পদক্ষেপ নিতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান। সভাশেষে ২১শে আগষ্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দাড়িয়ে ১ (এক) মিনিট নিরবতা পালন করা হয়।