১৮০ টন ওজন বহনে সক্ষম কার্গো প্লেন বানাচ্ছে রাশিয়া!

0
253

খুলনাটাইমস বিদেশ : ১৮০ টন ওজন বহনে সক্ষম কার্গো প্লেন বানাতে যাচ্ছে রাশিয়া। প্লেনটির অ্যারোডাইনামিক মডেল তৈরির কাজ শেষ।ইতোমধ্যে ‘হাতি’ হিসেবে খ্যাতি পেয়ে গেছে কার্গো প্লেনটি! এ কার্গো প্লেনটি ৭ হাজার কিলোমিটার পর্যন্ত ৮৫০ কিলোমিটার গতিতে উড়ে যেতে পারবে। এর উড্ডয়ন বা অবতরণের জন্য দরকার হবে তিন কিলোমিটার রানওয়ে। রুশ বার্তা সংস্থা আরটির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ওই প্রতিবেদনে বলা হয়, স্বপ্নের এ ‘হাতি’কে আকাশে উড়াতে হলে পাড়ি দিতে হবে বহু পথ। দেশটির সেন্ট্রাল অ্যারোহাইড্রোডাইনামিক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা মাত্র এ এয়ারক্র্যাফটটির অ্যারোডাইনামিক মডেল তৈরি করেছেন।মডেলটিতে প্লেনটির ডানা ১.৭৫ মিটার এবং এর ওজন ১২০ কেজি। অর্থাৎ কোনো প্রকৃত হাতির চেয়ে অবশ্যই ছোট। অ্যালুমিনিয়াম ধাতু ও স্ট্রাকচারাল স্টিল দিয়ে তৈরি এ রেপ্লিকা আগামি বছর নির্ধারিত ওয়াইন্ড টানেলে পরীক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে। এএন-১২৪ রুসলানের জায়গা দখল করবে নতুন এ কার্গো প্লেন। রাশিয়া সামরিক এবং বে-সামরিক উদ্দেশ্যে এএন-১২৪ রুসলানের এয়ারক্র্যাফট ব্যবহার করে।