‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’

0
343

খুলনাটাইমস বিনোদন: হোসেন ভাইয়ের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে তার দোকান হয়ে উঠেছে এলাকার কিছু অন্যরকম মানুষের আড্ডাস্থল। এ মানুষেরা অন্যান্যের মতো ১০টা-৫টা অফিস করেন না, পিচ্চিকে কোলে নিয়ে হাঁটতে বের হন না, আবার রাতে লবণ ছাড়া আলুভর্তা খেয়ে স্ত্রীকে বকাঝকাও করেন না। হোসেন ভাইয়ের দোকান ও সেই দোকানে আড্ডা দিতে আসা অন্যরকম মানুষদের জীবনাচরণ ও অভিজ্ঞতাকে নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’। আশরাফুল চঞ্চলের রচনায় এটি পরিচালনা করেছেন শামস করিম।
নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, এ ধারাবাহিকের কাহিনি গড়ে উঠেছে মফস্বল শহরের পাড়ার মোড়ে গড়ে ওঠা একটি লন্ড্রির দোকানকে কেন্দ্র করে। গল্পটি অসাধারণ। এখানে আমাদের সমাজেরই চেনাজানা মানুষের ছায়া পাওয়া যাবে। আশা করছি, ধারাবাহিকটি অনেকেরই ভালো লাগবে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, গোলাম ফরিদা ছন্দা, ফারুক আহমেদ, হোসনে আরা পুতুল, রোবেনা রেজা জুঁই, সানসি ফারুক, তারিক স্বপনসহ অনেকেই। এটি প্রচার হবে ৫ অক্টোবর থেকে আর টিভিতে প্রতি শনি, রবি ও সোমবার রাত ১০টায়।