স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিয়তির খেলা’ নিয়ে আসছে অনন্যা অনু

0
365

খুলনাটাইমস বিনোদন: বরিশালের মেয়ে অনন্যা অনু, দুই ভাই বোনের মাঝে অনুই বড়, মানব সেবার অন্যতম পেশা নার্সিং নিয়ে লেখা পড়া করছেন তিনি, নার্সিং এ পড়া লেখা করলেও ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতেন শো-বীজের রঙ্গীন দুনিয়ায় নিজেকে উপস্থাপন করার। সেই ধারাবাহিকতায় এবার তার স্বপ্ন পূরন হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে। প্রথমবারের মতো অনন্যা অনু অভিনয় করতে যাচ্ছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “নিয়তির খেলা”তে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য করেছেন এ আল মামুন, টিজি ফিল্মসের ব্যানারে নির্মিত হবে “নিয়তির খেলা” নামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।এ আল মামুনের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শুরু হবে ২০২০ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। এ আল মামুন বলেন ‘অসাধারণ একটি প্রেম ও বিরহের গল্পের মাধ্যমে সমাজের কিছু অবক্ষয় তুলে ধরার চেষ্টা করবো “নিয়তির খেলা” নামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্য দিয়ে। এই চলচ্চিত্রটি নির্মিত হবে “স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবকে” মাথায় রেখে। অনু সম্পর্কে বলতে গিয়ে এ আল মামুন বলেন ‘অনু খুব সাধারণ একটি মেয়ে, কোন অহংকার নেই ওর মাঝে, সময়ের ব্যাপারে ও খুবই সচেতন, আর ওর এই দিকটা আমায় খুব মুগ্ধ করেছে, রিহার্সাল রুমে সকলের আগেই আমি ওর উপস্থিতি টের পেতাম, কাজের প্রতি অনু’র যথেষ্ট আগ্রহ, আর এই আগ্রহ যদি সে ধরে রেখে এগিয়ে যেতে পারে তাহলে অবশ্যই একদিন সফলতা ওর হাতের মুঠোয় এসে ধরা দিবে। তিনি আরো বলেন ‘অনেকেই আমায় প্রশ্ন করেন “নিয়তির খেলা” এর জন্য অনু’ই কেনো? আমার উত্তর এই চরিত্রের জন্য অনন্যা অনু’ই উপযুক্ত, আর তাই অনুকে নিয়ে আমার পথচলা।’