স্বপ্ন সত্যি হবে টেস্ট খেলতে পারলে: লোকি ফার্গুসন

0
276

খুলনাটাইমস স্পোর্টস: সীমিত ওভারের ক্রিকেটে চমৎকার নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার পর টেস্ট ক্রিকেটে খেলার লক্ষ্য স্থির করেছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লোকি ফার্গুসন।
২০১৯ সালের আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফার্গুসন। দলকে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে পৌঁছে দিতে তার ভূমিকা ছিল অনন্য। আসরে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি উইকেট সংগ্রহ করেছেন। গত মাসে শ্রীলংকা সফরের সময় বৃদ্ধাঙ্গুলে আঘাত পেয়েছিলেন তিনি। ১৯.৪৭ গড়ে ওই উইকেট শিকার করা ২৮ বছর বয়সি ফার্গুসন এখন দ্রুত সুস্থ হয়ে টেস্টে অভিষিক্ত হবার অপেক্ষায় রয়েছেন। সামনেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। কিউই গণমাধ্যমেকে তিনি বলেন, ‘আমি অবশ্য নিজেকে ছাড়িয়ে যাচ্ছি না। এজন্য প্রচুর ক্রিকেট খেলতে হবে। ইতোমধ্যে বেশ খানিকটা খেলেছি। এখন আরো ক্রিকেট খেলার অপেক্ষায় আছি। এটিই যে সব সময় সহায়তা করবে তা না। আমি শুধু ম্যাচ বাই ম্যাচ কাজ করে যেতে চাই। টেস্ট ক্রিকেটে খেলা মানে আমার কাছে স্বপ্ন সত্যি হবার মত। প্রথমে নিজ মাঠে ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে অংশ নিবে নিউজিল্যান্ড। এরপর দুই টেস্টের সিরিজে মুখিমুখি হবে দল দু’টি। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিবে ব্ল্যাক ক্যাপসরা। অস্ট্রেলিয়া সিরিজের পর একটি পূণাঙ্গ সিরিজের জন্য ভারতকে অভ্যর্থনা জানাবে নিউজিল্যান্ড। ওই সিরিজে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-২০ ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে বিশ্বের দ্রুততম ফাস্ট বোলারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ফার্গুসন বলেন, গতিই তাকে রোমাঞ্চ এনে দিয়েছে। তবে এ ক্ষেত্রে অগ্রগণ্য হচ্ছে তার লাইন ও লেন্থ। তিনি বলেন,‘ ক্যারিয়ারের শুরুর দিকে আমি শুধু গতি দিয়ে বল করার চেস্টা করতাম। তবে সেটি সব সময় কার্যকরী হতোনা। পরে আমি আমার বোলিংয়ে পরিবর্তন আনার চেস্টা করলাম। গতি কমিয়ে আমি সঠিক লক্ষ্যে বোলিংয়ে মনোযোগী হই। এখন আমি সেই লক্ষ্যে প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য পাচ্ছি। আমি চেষ্টা করি সঠিক নিশানায় বল করতে এবং সেটি যতটুকু সম্ভব দ্রুত। যাতে ব্যাটারকে কুপোকাত করা যায়। ফাস্ট বোলিং করার জন্য শেন বন্ড ও আন্দ্রে এডামস তাকে অনুপ্রাণীত করেছে বলে জানান ফার্গুসন। তিনি বলেন, ‘আপনি জানেন মাঝে মধ্যে বোলিংয়ে এসে স্পেশাল কিছু একটা করে বসতেন বন্ড। সেটি ইনসুইং ইয়র্কার দিয়েও হতে পারে, আবার আচমকা দ্রুত বোলিং করেও হতে পারে। তারাই আমাকে ফাস্ট বোলার হতে প্রেরণা যুগিয়েছেন।