স্ত্রীকে ৫ বছরের জন্য ছুটিতে পাঠালেন তিউনিশিয়ার প্রেসিডেন্ট!

0
283
Tunisia's presidential candidate Kais Saied, 61, an independent conservative academic, arrives for a debate before the second round of the presidential elections on October 11, 2019 in Tunis. (Photo by FETHI BELAID / AFP)

খুলনাটাইমস বিদেশ : তিউনিশিয়ার নতুন প্রেসিডেন্ট কায়েস সাঈদ তার বিচারক স্ত্রীকে পাঁচ বছরের জন্য ছুটিতে যেতে বলেছেন। তিনি বলেছেন, দেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। কায়েস সাঈদ জানিয়েছেন, তিনি পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এই সময়টায় বিচার বিভাগে তার স্ত্রীর উপস্থিতির কারণে ওই বিভাগের স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন উঠুক তিনি তা চান না। তার স্ত্রী যতদিন ছুটিতে থাকবেন ততদিন তাকে কোনো বেতন-ভাতা দেওয়া হবে না বলেও জানিয়েছেন কায়েস সাঈদ। গত বুধবার অবসরপ্রাপ্ত অধ্যাপক কায়েস সাঈদ তিউনিসিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।