সুশিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়-এমপি বাবু

0
169

খবর বিজ্ঞপ্তি:
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, সুশিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকেরা জাতির বিবেক। এমপি আক্তারুজ্জামান বাবু আরও বলেন, গতানুগতিক শিক্ষার পরিবর্তে কর্মমুখী ও ব্যবহার উপযোগী শিক্ষা দিতে শিক্ষকদের উদ্যোগী হতে হবে। শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করা না গেলে তা সম্ভব হয় না। তথ্য প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। মঙ্গলবার (২ ফেব্রæয়ারি) দুপুরে পাইকগাছা উপজেলার আর,কে,বি,কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনষ্টিটিউশন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আর,কে,বি,কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনষ্টিটিউশনের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি মোঃ আকরামুল ইসলামের সভাপতিত্বে ও আর,কে,বি,কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনষ্টিটিউশনের অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আ’লীগ নেতা এম এম ফজলুল হক, প্রাণ কৃষ্ণ দাশ, আরশাদ আলী বিশ্বাস, প্রভাষক মইনুল ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, শংকর দেবনাথ, লিয়াকত হোসেন, এম এম আজিজুল হাকিম, ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, রায়হান পারভেজ রনি প্রমুখ।