সুইজারল্যান্ডের ‘চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে’

0
245

খুলনাটাইমস বিদেশ : নতুন করোনাভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া অব্যাহত থাকলে স্ইুজারল্যান্ডের হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। গতকাল মঙ্গলবার দেশটির এসআরএফ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্কতা জানান দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থার সংক্রমণ রোগ বিভাগের প্রধান ডানিয়েলে কখ। সাক্ষাৎকারে প্রাদুর্ভাব রোধে সরকারের নেওয়া জরুরি পদক্ষেপের প্রতি শ্রদ্ধা দেখাতে নিজ দেশবাসির প্রতি আহ্বান জানান তিনি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই রেডিওকে তিনি বলেন, “ভাইরাসটি আমাদের মধ্যে আছে। এটির আরও ছড়িয়ে পড়া ঠেকাতে আমরা এখন সর্বোচ্চ চেষ্টা করছি। অনেকে আক্রান্ত হয়েছেন এবং এটি চলতে থাকলে হাসপাতালগুলো ধসে যাবে।” সবচেয়ে বেশি নতুন ভাইরাসটির সংক্রমণের ঝুঁকিতে থাকা লোকজনকে পরীক্ষার ওপর জোর এবং যাদের দরকার তাদের হাসপাতালে পাঠানোর সরকারি নীতির পক্ষে কথা বলেছেন কখ। এখন স্বাস্থ্য কর্তৃপক্ষগুলো প্রতিদিন দুই হাজারের বেশি লোককে পরীক্ষা করছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব সুইজারল্যান্ডে আরও বেশি পরীক্ষার ব্যবস্থা করবো আমরা, তবে ভাইরাসটি পরীক্ষার জন্য অপেক্ষা করে বসে থাকবে না। হাসপাতালগুলোতে অসুস্থ লোকের সংখ্যা বাড়ছে, এটি একটি সতর্ক সংকেত।” সুইজারল্যান্ড করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে ‘ব্যতিক্রমী’ জরুরি অবস্থা ঘোষণা করার পর সোমবার সব ধরনের সরকারি ও বেসরকারি অনুষ্ঠান নিষিদ্ধ করে সামরিক বাহিনীর আট হাজার সদস্যকে মাঠে নামিয়েছে। দেশটিতে এ পর্যন্ত ২২৩০ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে এবং অন্তত ১৯ জন মারা গেছেন বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে দেখা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাদুর্ভাব রোধ করার সবচেয়ে ভালো উপায় হিসেবে নিজ নিজ পরীক্ষার কর্মসূচি বিস্তৃত করার জন্য সোমবার সবগুলো দেশের প্রতি আহ্বান জানিয়েছে।