সীমান্ত হত্যা বন্ধের দাবিতে প্রতীকী লাশ নিয়ে পদযাত্রা

0
174

খুলনাটাইমস: সীমান্ত হত্যা বন্ধের দাবিতে প্রতীকী লাশ নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত অভিমুখে একক পদযাত্রা শুরু করেছেন হানিফ বাংলাদেশি। পদযাত্রার দ্বিতীয় দিনে গতকাল শনিবার সাভারে পৌঁছান তিনি। রোববার সকাল ৮টায় সাভার থেকে আবারো পদযাত্রা শুরু করবেন। গত শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একক পদযাত্রা শুরু করেন হানিফ বাংলাদেশি। পদযাত্রার প্রথম দিন ১৫ কিলোমিটার হেঁটে গাবতলী ব্রিজে গিয়ে পদযাত্রা শেষ করেন তিনি। পদযাত্রা সম্পর্কে হানিফ বাংলাদেশি বলেন, বাংলাদেশ-ভারত প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশ। আমরা চাই ভারত প্রতিবেশীর সঙ্গে মানবিক আচরণ করুক। কিন্তু প্রতিনিয়তই ভারতের বিএসএফ নিরীহ বাংলাদেশিদের হত্যা করে চলছে। তিনি বলেন, হতে পারে তারা গরু চোর, চোরাকারবারি; তবু এদের আইনের আওতায় বিচার করা হোক। যখন যে দল রাষ্ট্রক্ষমতায় আসে তখন তারা দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার জন্য ভারতের তোষামোদী ছাড়া জনগণের জানমাল ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বলেও ক্ষোভ প্রকাশ করেন হানিফ বাংলাদেশি।