সামাজিক দুরত্ব নিশ্চিতে শরণখোলায় সেনাবাহিনীর টহল শুরু

0
639

শরণখোলা প্রতিনিধি:
শরণখোলায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর টহল শুরু হয়েছে। সেনাবাহিনীর টহল শুরু হওয়ায় দোকানীরা বাজারের দোকানপাট বন্ধ করেছে। সাধারণ মানুষ দ্রুত ঘরে ফিরে যাওয়ায় পাল্টে গেছে দৃশ্যপট।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা সদর রায়েন্দা বাজার ও সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারে তারা টহল দেন। উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন সেনাবাহিনীর সাথে থেকে বাজার পরিদর্শন করেন। এসময় সেনাবাহিনী সদস্যরা জীবাণুনাশক স্প্রে ও মাইকিং করে সতর্কতামূলক প্রচারনা চালান। এছাড়া তারা হোম কোয়ারেন্টাইন মেনে চলতে প্রবাসীদের প্রতি আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার জানান, সেনাবাহিনীর এ দলটি শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার দায়িত্বে থাকবে। তারা সামাজিক দুরত্ব নিশ্চিত এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনকে সহযোগীতা দিতে প্রতিদিন এ দুই উপজেলায় টহল দিবেন।