সাউথ এশিয়ান ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন আইসিডি’র প্রতিষ্ঠাতা আশিক

0
485

খবর বিজ্ঞপ্তি:
সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সাউথ এশিয়ান ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন “ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি) এর প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিক। গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট ও গ্লোবাল ‘ল’ থিংকার্স বাংলাদেশের যৌথ আয়োজনে দক্ষিণ এশিয়ার ৫০টি দেশের প্রতিনিধিসহ ৫০০ জনের অংশগ্রহণে বুধবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় সাউথ এশিয়ান ইয়ুথ কনফারেন্স ও লিডারশিপ অ্যাওয়ার্ড ২০১৯। বিদেশি ২০ জন ও বাংলাদেশী ১৫ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এম.পি, সাবেক খাদ্য মন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের প্রেসিডেন্ট দিবাকর আগারওয়াল, গ্লোবাল ‘ল’ থিংকার্স সোসাইটির প্রেসিডেন্ট ব্যারিস্টার রওমান স্মিতা প্রমুখ। সুন্দরবন তীরবর্তী খুলনার কয়রা উপজেলার বাঘ বিধবা ও মুন্ডানারীদের কর্মসংস্থান এবং মুন্ডা সম্প্রদায়ের শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন জনহিতৈষী কর্মকান্ডে সমাদৃত হয়েছেন আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান। কয়রার পিছিয়ে পড়া মানুষদের জন্য যারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে এই অ্যাওয়ার্ড তাদের জন্য উৎস্বর্গ করেছেন।