সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে রামপালে ‘জেএসকেএফ’ এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত

0
181

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

দৈনিক প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আটকে রেখে হেনস্থা এবং তাঁকে গ্রেফতার করে মামলা দায়েরের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন রামপাল উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ ৷ বৃহস্পতিবার দুপুরে রামপাল থানার প্রধান ফটকের বিপরীতে জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন রামপাল উপজেলা শাখার কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ৷

আয়োজিত প্রতিবাদ সভায় সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন। সভায় বক্তারা বলেন, “দৈনিক প্রথম আলো’র জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম একজন অনুসন্ধানী সাংবাদিক ৷ তিনি বিভিন্ন সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিময়-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করেছেন ৷ এতে আক্রোশের বশবর্তী হয়ে পাঁচ ঘন্টার বেশী সময় তাকে সচিবালয়ে আটকে রেখে শারিরীক, মানসিকভাবে হেনস্থার পর তাঁর বিরুদ্ধে হয়রানীমুলক অফিসিয়াল সিক্রেটস এ্যাক্ট আইনে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত। অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার,তার মুক্তি ও তাঁকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাই৷

” এদিন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন রামপাল উপজেলা শাখার সভাপতি সাংবাদিক খৈয়াম হোসেন খিজির , সহ সভাপতি মোঃ বজলুর রহমান, সাধারণ সম্পাদক সুব্রত ঢালী সুব্র , সাংগঠনিক সম্পাদক মুনাওয়ার রনি , সদস্য সচিব ফকির রবিউল ইসলাম, সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম, অমিত পাল, মোঃ রবিউল ইসলাম , শেখ মোঃ আব্দুল্লাহ আতিয়ার পারভেজ, আবু তাহের,মানষ মন্ডল, শিকদার পলাশ,আহাদুর জামান,সুপ্রকাশ মুখার্জি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ৷

খুলনা টাইমস/এমআইআর