সময়ের ব্যস্ত নির্মাতা রিয়েল তন্ময়

0
250

খুলনাটাইমস বিনোদন: সময়ের সাথে তাল মিলিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন নির্মাতা রিয়েল তন্ময়। নাটক, টেলিফিল্ম, শর্টফিল্ম সব মাধ্যমেই নিয়মিত কাজ করছেন এই নির্মাতা। ইতোমধ্যে তার কাজ দর্শক মহলে প্রশংসিত হয়েছে। এত কাজের ভিড়েও ভালো কাজ করতে ভুলেন না তিনি। তার প্রত্যেক কাজেই রয়েছে সামাজিক ম্যাসেজ।।তার প্রত্যেক গল্পই দর্শক হৃদয়ে স্থান পাওয়ার মত। গত ৩১ ডিসেম্বর নববার্তা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তার ২০১৯ এর সর্বশেষ কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাজা’। রচনা ও পরিচালনা করেছেন রিয়েল তন্ময়। এই নির্মাতার আলোচিত নাটক গুলোর মধ্যে রয়েছে পবিত্র ভালোবাসা, সম্পর্ক, দৃষ্টি, স্যান্ডেল চোর, পিঞ্জিরা, হাফ বলদ, কিপটা বাপ, কিপটা প্রেমিক, ফাপর বাজ, পিয়াজ খোর। এ ছাড়া রয়েছে ৬ পর্বের ধারাবাহিক নাটক প্রতারনা প্রতিদিন ও সুলতানা বিবিয়ানা।। করেছেন ম্যাগাজিন অনুষ্ঠান পথরঙ্গ, কমেডি শো, একান্ত আলাপচারিতা, আড্ডা ও গান। করেছেন মুক্তিযুদ্ধের উপর বিশেষ টেলিফিল্ম ‘স্মৃতিতে ৭১’।সম্প্রতি শুটিং শেষ করেছেন সাজিদ ইসলামের প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রতিদান’ এর। বর্তমানে সম্পাদনার কাজ চলছে এই চলচ্চিত্রের।পরিচালনার পাশাপাশি স্ক্রিপ্ট ও লিখছেন এই নির্মাতা। ইতোমধ্যে তার লিখা গল্পে ও আমির সিরাজির পরিচালনায় শুটিং চলছে ‘দখল’ সিনেমার। বর্তমান ব্যস্ততা ও সামনের কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে রিয়েল তন্ময় বলেন ‘আসলে বলতে গেলে আমি নাটক প্রিয় মানুষ। নাটক আমার ধ্যান জ্ঞ্যান। নাটক ছাড়া আমি কিছুই জানিনা। নাটক লিখতে, নাটক বানাতে ও অভিনয় করতে আমি খুব ভালোবাসি। এখন নিজে পরিচালনায় এসে অভিনয় টা তেমন করা হয় না কিš লিখার কাজটা নিয়মিত চলছে। বর্তমান ব্যস্ততা বলতে যদি বলি তাইলে হাতে কাজ আছে এখন দুই টা নাটকের। ২০১৯ এর শেষ কাজ ছিল আমার ‘প্রতিদান’। নতুন বছরে নতুন কাজ দিয়ে শুরু করব। আগামী ৭ তারিখ থেকে আমার ‘বিফলে মূল্য ফেরত’ নাটকের শুটিং। তাছাড়া হাতে আছে পাগলি নাটকের কাজ। পরিকল্পনার কথা বললে একটা কথাই বলব নাটক নিয়েই আছি। আগামীতে আরো ভালো ভালো কাজ করতে চাই। দর্শকদের চাহিদা অনুযায়ী কাজ করতে চাই। দর্শকদের ভালোবাসা চাই আর কিছু না। দর্শকই আমার প্রান আমার ভালো কাজের অনুপ্রেরণা।’