সম্পর্কের তিক্ততার মধ্যেই জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীদের সাক্ষাৎ

0
251

খুলনাটাইমস ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও তার দক্ষিণ কোরিয়ান প্রতিপক্ষ বৃহস্পতিবার সাক্ষাৎ করেছেন। এ সময়ে তারা নাজুক সম্পর্কের উন্নয়ন ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে বাধ্যতামূলক শ্রমের ব্যবহারকে কেন্দ্র করে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।সাক্ষাতকালে অ্যাবে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লী নাক ইয়নকে বলেছেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার বর্তমান সম্পর্ক খুবই খারাপ অবস্থায় আছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই সম্পর্কের এই পরিণতি থাকা উচিত নয়।টোকিওর পররাষ্ট্রদপ্তর থেকে একথা বলা হয়েছে। যুদ্ধকালীন বাধ্যতামূলক শ্রমের জন্যে ক্ষতিপূরণ দিতে জাপানী ফার্মগুলোর প্রতি দক্ষিণ কোরীয় আদালতের আদেশের প্রেক্ষিতে দুদেশের তিক্ত সম্পর্ক আরো চরম রূপ নেয়।মন্ত্রণালয় আরো জানিয়েছে, জাপান সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে টোকিও সফরে আসেন লী। সাক্ষাতকালে লী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের একটি চিঠি অ্যাবের কাছে হস্তান্তর করেন।দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহুপের খবরে বলা হয়েছে, চিঠিতে এ অঞ্চলের শান্তির জন্যে জাপানকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করা হয়েছে।সূত্র:বাসস