সঞ্জয় দত্ত প্রথম পাশে দাঁড়িয়েছিলেন: বাবিল

0
175

খুলনাটাইমস বিনোদন: বলিউডের গুণী অভিনেতা ইরফান খান চলতি বছরের এপ্রিলে মারা গেছেন। দীর্ঘ দুই বছর নিউরোন্ডোক্রেইন রোগের চিকিৎসা নেওয়ার পর হার মানেন এই অভিনেতা। এখনো এই শোক কাটিয়ে উঠতে পারেননি ভক্ত ও তার পরিবার। মাঝে মাঝেই ইরফানের স্ত্রী সুতপা শিকদার ও পুত্র বাবিল তাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেন। এবার বাবিল তার বাবা ইরফান খান ও সঞ্জয় দত্তের একটি সাদা-কালো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ক্যাপশনে জানিয়েছেন এই দুই অভিনেতার ব্যক্তিগত জীবনের কিছু গল্প। বাবিল লিখেছেনÑহয়তো লেখকরা ভাববেন কীভাবে শুরু করবেন। কিন্তু আমি লেখক নই। সাংবাদিক ও সাধারণ মানুষের কাছে আমার আবেদনÑআপনারা জল্পনা বন্ধ করুন। এটা আপনাদের কাজের মধ্যেই পড়ে, কিন্তু মানবিক দিক থেকে এটা করবেন না। যতটা সম্ভব সঞ্জু ভাই ও তার পরিবারকে অবকাশ দিন। সঞ্জয় দত্তের সঙ্গে ইরফান খানের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি উল্লেখ করে বাবিল লিখেন, একটি গোপন বিষয় হলোÑবাবার (ইরফান খান) চিকিৎসা শুরু হওয়ার পর সঞ্জু ভাই-ই প্রথম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। বাবার মৃত্যুর পরও তাই। দয়া করে, আমি আপনাদের কাছে অনুরোধ করছি সঞ্জয় দত্তকে লড়তে দিন। মিডিয়ার চাপ থেকে মুক্ত হয়ে লড়তে দিন। আপনাদের মনে রাখতে হবে এখানে সঞ্জু বাবার কথা বলা হচ্ছে। তিনি একজন বাঘ, একজন যোদ্ধা। গত ৮ আগস্ট সন্ধ্যায় শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে সঞ্জয় দত্তকে লিলাবতি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ১০ আগস্ট হাসপাতাল থেকে বাসায় ফিরেন তিনি। গত ১২ আগস্ট জানা যায়, ক্যানসারে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। বর্তমানে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে এই অভিনেতার প্রাথমিক চিকিৎসা চলছে।