শোকাবহ আগষ্ট উপলক্ষ্যে খুলনা মহানগর ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচি

0
394

খবর বিজ্ঞপ্তি:
শোকাবহ আগষ্ট মাস এবং বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী “জাতীয় শোক দিবস” উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি গ্রহন করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। কর্মসূচির মধ্য রয়েছে, ১ আগষ্ট: সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরন, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধানিবেদন। ৫ আগষ্ট: শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠান। ৮ আগষ্ট: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে খুলনা আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের উদ্দোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৫ আগষ্ট: সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন এবং দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাথে শোক র‌্যালী, র‌্যালী শেষে আলোচনা সভা। ১৭ আগষ্ট: সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষ্যে সরকারি বিএল কলেজ ছাত্রলীগের কালো পতাকা মিছিল। ২১ আগষ্ট: সকাল ৯টায় গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে আইভি রহমান সহ সকল শহীদের প্রতিকৃতিতে মাল্যদান। ২৫ আগষ্ট: এ্যাড. মঞ্জুরুল ইমাম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শোক র‌্যালী, তার প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া মাহফিল। ২৭ আগষ্ট: বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এসে ফাঁসির দাবিতে মানববন্ধন। ২৮ আগষ্ট: সরকারি কমার্স কলেজে বঙ্গবন্ধুর জীবনীর উপরে কবিতা, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা। ২৯ আগষ্ট: সরকারি সুন্দরবন আদর্শ কলেজে বঙ্গবন্ধুর জীবনীর উপরে কবিতা, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা। ৩১ আগষ্ট: শোকাবহ ১৫ আগষ্ট উপলক্ষ্যে খুলনা মহানগর ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল। ৬ সেপ্টেম্বর: খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য কামরুল ইসলাম কুটুর শাহাদাৎ বার্ষিক উপলক্ষ্যে মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহন।