শিল্পোদ্যোক্তাদের উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
602

তথ্য বিবরণী: তিন দিনব্যাপী শিল্পোদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ গতকাল সকালে শিল্প সহায়ক কেন্দ্র বিসিক খুলনার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ খুলনার পরিচালক প্রণব কুমার রায়। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, পেশাগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। জাতীয় অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তরা বিশেষ ভূমিকা রেখে চলেছে। তিনি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দেশে প্রচলিত ব্যবসা সংক্রান্ত আইনগুলো সম্পর্কে সম্যক ধারনা রাখার কথা বলেন। পাশাপাশি উদ্যোক্তাদের মাধ্যমে যাতে আরও কর্মসংস্থান সৃষ্টি হয় সেদিকে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিসিকের আঞ্চলিক পরিচালক বাবুল চন্দ্র নাথ। সভাপতিত্ব করেন খুলনা বিসিকের উপ-মহাব্যবস্থাপক মো: আতিয়ার রহমান। অনুষ্ঠানে স্বাগত জানান প্রমোশন অফিসার শেখ ওয়ালিউর রহমান। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ৬০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।