শিল্পী সাধন ঘোষ শিল্পে-কাব্যে- সঙ্গীতে-শিক্ষার আলোকবর্তিকা

0
239

খবর বিজ্ঞপ্তি:
প্রখ্যাত সঙ্গীত সাধক ও বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কারে ভূষিত শিল্পী সাধন রঞ্জন ঘোষের সংবর্ধনা অনুষ্ঠান কবি দুখু বাঙালের সভাপতিত্বে এবং এড. মিনা মিজানুর রহমানের সার্বিক তত্ত¡াবধানে ও উপস্থাপনায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, খুলনার আয়োজনে ৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘তোমার তৃপ্তির চেয়ে তুমি যে মহৎ’Ñকবি বরীন্দ্রনাথের এই বাণী উচ্চারণের মধ্য দিয়ে প্রফেসর সাধন রঞ্জন ঘোষকে সংবর্ধনা জানাতে গিয়ে বক্তারা বলেন, মানব জন্ম এক বিচিত্র সাধনা, ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে বেড়ে উঠে জীবন অতিবাহিত হয়। শিশু-কৈশোর থেকে জীবন অবধি যুগ-যন্ত্রণা ধারণে মানুষের জীবন কেটে যায়। মানুষ তার কর্ম অর্জনে কখনও কখনও ইতিহাসও হয়ে যায়। মানুষের জন্য মানুষের নিবেদনই মানব জন্মের সার্থকতা। এ ধারাবাহিতকায় শিল্পে-কাব্যে-সঙ্গীতে-শিক্ষায় শিল্পী সাধন ঘোষের পরিচয়। শিল্পী সাধন ঘোষ মানুষ ও মানবিকতা গড়ার একজন নিপূণ কারিগর। তিনি সঙ্গীতের ইন্দ্রজালে জড়িয়ে নিজে নিজেকে প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তাঁর স্পর্শে অন্ধকার থেকে মানুষ আলোর পথের সন্ধানে ব্রতী হয়। তিনি কল্যাণে-মঙ্গলে সর্বত্র শুভ সূচনায় জীবনকে পরিচালনা করে আসছেন। দেশ-কাল-জন্মভূমি তার অবস্থানের সংস্পর্শে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মানুষকে করে যায় আশান্বিত। একজন কবি ‘রবীন্দ্রনাথ’ যে মানুষকে যে পাল্টে দিতে পারে শিল্পী সাধন ঘোষ তার প্রকৃষ্ট উদাহরণ। শিল্পী সাধন ঘোষের ব্রত দেশ-শিক্ষা আর দেশের মানুষ। মানুষের জন্য নিবেদিত শিল্পী সাধন ঘোষ একজন সুন্দর সংস্কৃতি মানুষ বলে বক্তারা উল্লেখ করেন। বক্তব্য রাখেনÑঅধ্যাপক আনোয়ারুল কাদির, ডাঃ আর কে নাথ, মোকলেসুর রহমান বাবলু, এড. মাসুদ হোসেন রনি ও আভা ঘোষ। শিল্পী সাধন ঘোষের এ সংবর্ধনা অনুষ্ঠান রবীন্দ্রনাথের ‘আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ হে’ ও ‘ভেঙ্গেছ দুয়ার এসেছো জ্যোর্তিময়’Ñএই গান শিল্পীদের সমবেত উচ্চারণের মধ্য দিয়ে সূচনা হয়। শিল্পী সাধন ঘোষকে পরিষদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানÑতানজিম হক সুবাহ, শিল্পীকে উত্তরীয় পরিয়ে দেন অধ্যাপক আনোয়ারুল কাদির ও ডাঃ আর কে নাথ, সম্মাননাপত্র পাঠ করেন শিল্পী অণে¦ষা শর্মা, সম্মাননা ক্রেস্ট শিল্পীর হাতে তুলে দেন শ্রীমতি ভারতী ঘোষ, গোপাল মসিদ, শারমির আক্তার, সৈয়দা সামিয়া সানম ও শিরিনা ইয়াসমিন, উপঢৌকন প্রদান করেন কবি জেসমিন জামান ও সাব্বির কাদির। স্বাগত বক্তব্য রাখেন শাহীন আবেদীন, কবিতা আলেখ্য উপস্থাপনা করেনÑহিমাংশু বিশ্বাস, সদীপ কুÐু, সাহারুজ্জামান, প্রীতিলতা গাইন, ইয়াসমিন সুলতানা। একক সঙ্গীত পরিবেশনা করেনÑশিল্পী সাধন ঘোষ, প্রদীপ রাহা, অশোকা দত্ত, চন্দ্রশেখর অধিকারী, কাজী জাহান বাবু, সজল দাস, চৈতালী রায়, শুভ্রা সিনহা, জয়ন্তী দে, বনানী ঘোষ, চৈতী গাঙ্গুলী, অন্বেষা শর্মা ও মিতা জামান।