শান্তিরক্ষা মিশনে কঙ্গোয় গেলেন পুলিশের ১৮০ নারী সদস্য

0
164

খুলনাটাইমস: বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্যের নারী কন্টিনজেন্ট কঙ্গো শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছে। বাংলাদেশ পুলিশের একমাত্র ফিমেল ফরমড পুলিশ ইউনিটের (এফপিইউ) ১৮০ সদস্য গতকাল শুক্রবার ভোর ৫টায় বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, কমান্ডার মেরিনা আক্তারের নেতৃত্বে ইঅঘঋচট-১ (জড়ঃধঃরড়হ-১৪), গঙঘটঝঈঙ, উজঈ এর সদস্যগণ ইঅঘঋচট-১ (জড়ঃধঃরড়হ-১৩), গঙঘটঝঈঙ, উজঈ এর স্থলাভিষিক্ত হবেন। এ ফরমড পুলিশ ইউনিটে ডেপুটি কমান্ডার রওনক আলম, মোহাম্মদ হারুন অর রশিদ, লজিস্টিক অফিসার, অপারেশনস কর্মকর্তা স¤্রাট মোহাম্মদ আবু সুফিয়ানসহ ১৫ জন কমান্ডিং স্টাফ রয়েছেন। বিদায়ী ইঅঘঋচট-১ (জড়ঃধঃরড়হ-১৩), গঙঘটঝঈঙ, উজঈ এর কমান্ডার হিসেবে রয়েছেন সালমা সৈয়দ পলি। বিমানবন্দরে ডিআইজি (লজিস্টিকস) মো. তওফিক মাহবুব চৌধুরী কঙ্গোগামী শান্তিরক্ষীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আন্তরিক বিদায় জানান। মানবতার কল্যাণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে। বিগত তিন দশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা আন্তর্জাতিক পরিমÐলে বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। এর ফলে বিশ্বে দেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে।