শরণখোলায় যুবককে চোর সন্দেহে জেল হাজতে পাঠানোর অভিযোগ

0
156

শরণখোলা প্রতিনিধি:
শরণখোলায় একটি দোকান চুরির ঘটনায় নিরীহ যুবককে পুলিশ চোর সন্দেহে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে বলে আটক যুবকের পরিবার অভিযোগ করেছে।
উপজেলার শরণখোলা গ্রামের আনোয়ার হোসেন ফরাজী লিখিত অভিযোগে সাংবাদিকদের জানান, গত ২১ অক্টোবর রাতে শরণখোলা বাজারের শিমুল আকনের দোকান চুরি হয়। ওই চুরির ঘটনায় সন্দেহ করে দোকান মালিক শিমুল আকন ও শরণখোলা বাজার কমিটির সেক্রেটারী জালাল মুন্সি তাফালবাড়ী পুলিশ ফাঁড়িরতে তার নির্দোষ ছেলে নবী হোসেন (২৬) কে ধরিয়ে দেয়। পরবর্তীতে নবী হোসেনকে শরণখোলা থানায় সোপর্দ করা হয়। দোকান মালিক অজ্ঞাত কারণে থানায় কোন চুরির মামলা করেনি। অথচ থানা পুলিশ গত ১৩ জুলাই রাজৈর গ্রামের তদন্তাধীন একটি চুরির মামলায় সন্দেহজনক আসামী হিসেবে নবী হোসেনকে বাগেরহাট আদালতে চালান দেয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, আটক নবী হোসেনের বিরুদ্ধে এলাকায় চুরিসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিষয়ে অধিকতর তদন্ত চলছে।