লোক দেখানো বৈশাখপ্রেমীদের জন্য ‘চিচিং ফাঁক’

0
145

টাইমস বিনোদন: বাংলা নববর্ষের বন্দনা নিয়ে প্রতিবছরই হয় অনেক গান। তবে এবার একই উৎসব উপলক্ষে ব্যতিক্রমী একটি কাজ সামনে আসছে। যেখানে নববর্ষ নয়, লোক দেখানো বৈশাখপ্রেমীদের কথা তুলে ধরা হয়েছে। আর তা ব্যঙ্গাত্মক আকারে। এটি করেছেন ‘ভালোবাসিনি’ ও ‘পাপা চিক চিক’-খ্যাত সংগীতশিল্পী এইচ এম রানা। নতুন গানের শিরোনাম ‘চিচিং ফাঁক’। রানা বললেন, ‘বৈশাখের বন্দনা করে প্রতিবছর অনেক গানই প্রকাশিত হয়। আমি চেয়েছি তা থেকে বেরিয়ে এসে বাঙালি সংস্কৃতিকে যারা শুধু লোক দেখানোর জন্য একটি দিনের জন্য চর্চা করেন এবং যারা ওয়েস্টার্নকে লালন করতে গিয়ে নিজেদের সংস্কৃতিকে একদমই ভুলে যান, তাদের জন্য গানটি তৈরি করতে। সেই সঙ্গে আমরা প্রতিদিনই ইন্টারনেটের নানান অপব্যবহারের মাধ্যমে আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দিনে দিনে একা হয়ে যাচ্ছি; মানসিক দিক দিয়ে আমরা হতাশায় ভুগে নানান অপরাধমূলক কর্মকাÐেও জড়াচ্ছি। তাই সকলের প্রতি একটি সামাজিক বার্তা পৌঁছনোই হলো এই গানের মূল লক্ষ্য।’ এর কথা ও সুর করেছেন রানা নিজেই। সংগীতায়োজনে আছেন সালমান জোবায়েদ। গানের কথাগুলো এমনÑ‘আমি শাক দিয়ে মাছ ঢেকে দেই যে বাঘের ডাক/ গরম ভাতে ঢাইল্যা পানি ফুটাই বৈশাখ’। শিল্পী আরও বললেন, ‘ইতোমধ্যে গানের রেকর্ডিং শেষ হয়েছে। বিগ বাজেটের ভিডিওর প্রস্তুতি নিচ্ছি আমরা। চলতি মাসেই এর কাজ শুরু হবে।’ করোনা সংক্রমণের আগে বেশ কিছু গান প্রকাশিত করেছিলেন রানা। মাঝে কিছু দিন বিরতি নিয়েছিলেন প্রবাস জীবনের জন্য। পাশাপাশি সেই সময়ে নাটকের টাইটেল সংসহ কাজ করেছেন রবিউল ইসলাম জীবনের কথায় ও ডিজে রাহাতের কম্পোজিশনে ‘সুখের কারণ’ নামের গান-ভিডিওতে, যা শিগগিরই প্রকাশিত হবে।