লন্ডন ব্রিজে ছুরি হাতে ২ জনকে হত্যা করার পর পুলিশের গুলিতে হামলাকরী নিহত

0
230

খুলনাটাইমস বিদেশ : যুক্তরাজ্যের রাজধানী লন্ডন ব্রিজ এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরের দিকে একদল লোক একজনকে মারার জন্য এলোপাথাড়ি গুলি চালিয়েছেন। এ সময় পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়। খবর পেয়ে দেশটির পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। খবর ডেইলি মিরর’র। এক নিরাপত্তাকর্মীর বরাতে রয়টার্স জানায়, একদল লোক একজনকে কোপানোর পর পুলিশ সন্দেহভাজন একজনকে গুলি করেছে। বাংলাদেশ সময় শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এতে লন্ডনে বসবাসরত অনেক বাঙালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। গোলাগুলির ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ভীতি সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে সেখানে গোলাগুলি শুরু হয়। অন্তত ১০ রাউন্ড গুলি ছোঁড়া হয়। এ সময় পুলিশের গুলিতে এক অস্ত্রধারী নিহত হন। এজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি লন্ডন ব্রিজ থেকে একটু দূরে ছিলাম। কিন্তু আমি গুলির শব্দ শুনতে পাই।’ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বলেছেন, তিনি ঘটনা সম্পর্কে অবগত। ঘটনার পর পুলিশ ও জরুরি সেবায় কর্মরত ব্যক্তিরা ত্বরিত পদক্ষেপ নেওয়ায় তাদের ধন্যবাদ জানান তিনি। এদিকে এই ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, সশস্ত্র পুলিশ কর্মকর্তারা একটি সাদা রঙের লরির দিকে সতর্কভাবে এগিয়ে যাচ্ছেন। বর্তমানে লন্ডন পুলিশ পথচারীদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।