রেললাইন নির্মাণের কারণে বন্ধ রাস্তা খোলার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

0
190

নিজস্ব প্রতিবেদক:
শতবর্ষের পুরনো চলাচলের রাস্তা রেললাইন নির্মাণের কারণে বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছে এলাকাবাসি। রাস্তা খুলে দেওয়ার দাবিতে বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ৩, ৫ ও ৬ নং ওয়ার্ড কৃষ্ণনগর-সাচিবুনিয়া সড়ক অবরুদ্ধ হয়ে পড়া পরিবারের সদস্য ও শতাধিক এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের সাচিবুনিয়া স্কুল ভিটা এলাকায় এই মানববন্ধন পালিত হয়। অবরুদ্ধ হয়ে পড়া শতাধিক এলাকাবাসী সহ রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবক ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় নির্মাণাধীন রেল সড়ক ৩০ মিনিট অবরোধ করে রাখা হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে ১ নং জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্ল্যা মিজানুর রহমান বাবু বলেন, কৃষ্ণনগর-সাচিবুনিয়া গ্রামের শত বছরের যান চলাচলের সরকারি রাস্তা, রেললাইন নির্মাণে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার ফলে এলাকাবাসীর ব্যবহৃত চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এই কারণে গ্রামের স্কুল, মসজিদ, মন্দির ও হাট-বাজারে চলাচলে চরম দূর্ভোগে পড়েছে এলাকাবাসী। এমতাবস্থায় অবরুদ্ধ এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জলমা ইউনিয়নে’র চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক বলেন, রাস্তা বন্ধ হওয়ার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী। সাচিবুনিয়া প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, বাজার, মসজিদ ও মন্দির থাকার কারণে এই রাস্তাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্থানীয় মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, আমার জন্ম থেকেই এই সরকারি রাস্তা দেখে আসছি, অথচ হঠাৎ করে রাস্তা বন্ধ হওয়ার কারণে আমাদের সন্তানরা স্কুলে যেতে পারছেনা। পাশে থাকা বাজার মসজিদ মন্দিরে যেতে আমাদের অনেক রাস্তা ঘুরে যেতে হচ্ছে। মানববন্ধনে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ১ নং জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন হাওলাদার, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ রাসেল কবির, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল শেখ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিধান চন্দ্র মন্ডল, এম এম শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কবির হাওলাদার, মোঃ ফারুক, জলিল জমাদ্দার প্রমুখ।