রূপসায় করোনা রোধে বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মাস্ক বিতরণ

0
149

রূপসা প্রতিনিধি:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ‘নো মাস্ক-নো সার্ভিস’ শ্লোগানকে সামনে রেখে রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন বাস যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেছে। বুধবার (২৪ মার্চ) সকাল ৭ টা থেকে দিনভর খুলনা-মোংলা মহাসড়কের তিলক কুদির বটতলায় এই মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এবং বাসে অতিরিক্ত যাত্রী ও দাড়িয়ে যাত্রী নেওয়ার অপরাধে বাসের ড্রাইভার ও সুপারভাইজারকে কঠোর ভাবে হুশিয়ার করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. নুরুল হক লিপন, উপদেষ্টা আজাদ আবুল কালাম (মি. বাংলাদেশ), কার্যকরি সহ-সভাপতি আকতার হোসেন খান, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন দেলো, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ-সাধারণ সম্পাদক মো. হাসান শেখ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মো. আরিফুর রহমান মোল্লা, সদস্য আব্দুস সালাম, শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুন মোল্লা, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, লাইন সম্পাদক মহিউদ্দীন (মহিব) ও সদস্য মন্টু হাওলাদার। মাস্ক বিতরণকালে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন গত বছর ঠিক এই সময় করোনা ভাইরাস রোধে লকডাউনের কারণে সকল পরিবহন ও বাস-মিনিবাস বন্ধ হয়েছিলো। সেই একই সময় আবারো করোনার প্রাদুর্ভাব ক্রমাগত বাড়ছে। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তাই আমরা আগে-ভাগে সতর্কতা অবলম্বন করছি। বাস-মিনিবাসের চালক, কন্টাক্টার ও হেলপারদের মাস্ক পরা বাধ্যতমূলক করাসহ মাস্ক ছাড়া কেউ যাতে যাত্রী বহণ না করে সে ব্যাপারে প্রচারনা চালাচ্ছি। পাশাপাশি পরিবহন সেক্টরের প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আহŸান জানানো হচ্ছে।