রাষ্ট্রয়াত্ব ইস্টার্ণ জুট মিলস্ মজদুর ইউনিয়নের নির্বাচনে আলাউদ্দিন – জাকির প্যানেল জয়ী

0
519

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি : খুলনার রাষ্ট্রয়াত্ব ইস্টার্ণ জুট মিলস মজদুর ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আলাউদ্দিন-জাকির সাইকেল প্রতিক প্যানেল টানা ষষ্ট বারের মতো নির্বাচিত হয়েছেন।
আলাউদ্দিন – জাকির প্যানেলের সাইকেল প্রতিকের সভাপতি পদে- মোঃ আলাউদ্দিন মিয়া ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দি ছাতা প্যানেলের মেহেদী হাসান বিল্লাল পেয়েছেন ৪৫৯, সাধারণ সম্পাদক পদে সাইকেল প্রতিকের এস এম জাকির হোসেন পেয়েছে ৫৩০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দি ছাতা প্রতিকের মোঃ ইজদান আলী পেয়েছে ৪৬২ ভোট, সহ-সভাপতি ২টি পদে সাইকেল প্রতিকের মোঃ আফছার সরদার ও মোঃ নাজমুল হক সরদার, সহ-সাধারণ সম্পাদক ২টি পদে মোঃ আলমগীর সরদার ও মোঃ ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ লিয়াকত আলী মোল্যা, কোষাধ্যক্ষ পদে মোঃ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক পদে মোঃ ইদ্রিস আলী এবং কার্যনিবাহী সদস্য ৪টি সদস্য পদে মোঃ মনিরুজ্জামান আকুঞ্জি, মোঃ ফিরোজ সরদার, মোঃ নজরুল গাজী ও সৈয়েদ আক্কাজ আলী নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনিছুর রহমান ছাতা প্রতিক পেয়েছেন ১৭ ভোট। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে বিকাল ৬টার দিকে নির্বাচন কমিশনার মাইকে ফলাফল ঘোষনা শুরু করে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সোহরাব হেসেন জানান, নির্বাচনে মোট ১ হাজার ২৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ২১টি ভোট কাষ্ট হয়। মজদুর ইউনিয়নের ১৩টি পদের দুই প্যানেলে ২৬জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ২৭জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করে।