‘রক্তজবা’ নাটকে মম

0
364

খুলনাটাইমস বিনোদন: মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘রক্তজবা’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। ‘রক্তজবা’ গল্প অবলম্বনে এটি রচনা করেছেন সাংবাদিক-লেখক নাজমুল হক তপন। পরিচালনা করেছেন সাইফুল ইসলাম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারিয়েছেন অনেক নারী। তাদের অনেকেই হারিয়ে গেছেন লোকচক্ষুর অন্তরালে। তেমনই এক তরুণীর গল্প উঠে এসেছে এই নাটকে। এতে দুটি ভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করেছেন মম। একাত্তরে মেয়েটি শিক্ষার্থী ছিল, পরে শিক্ষিকা হন। এ প্রসঙ্গে মম বলেন, ‘নাটকটিতে দুটি ভিন্ন বয়সের চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন। এরমধ্যে বয়স্কা নারীর চরিত্র ফুটিয়ে তোলা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।’ নাট্যকার নাজমুল হক তপন বলেন, ‘একাত্তর সালে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের নির্যাতনের শিকার এক তরুণীর গল্প বলেছি এই নাটকে। দেশ স্বাধীন হওয়ার পর একমাত্র সন্তানকে আর ফিরে পাননি জবার মা-বাবা।’ মমর সঙ্গে এতে অভিনয় করেছেন ‘গহীন বালুচর’ খ্যাত তারকা আবু হুরায়রা তানভীর। গত ২০-২১ ডিসেম্বর মানিকগঞ্জে এ নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।