রং নাম্বার নিয়ে আসছেন তারা

0
308

খুলনাটাইমস বিনোদন: বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মতিন রহমানের চলচ্চিত্র ‘রং নাম্বার’। তুমুল জনপ্রিয় এই সিনেমার পর এবার একই শিরোনামে নির্মিত হলো টেলিফিল্ম। নজরুল রাজের গল্প ভাবনায় এটি নির্মাণ করেন আসাদুজ্জামান আসাদ। রচনা করেন গোলাম সারোয়ার অনিক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী এফএস নাঈম, মিশু সাব্বির, নজরুল রাজ, মৌসুমী হামিদ। সম্প্রতি নেপালে চিত্রায়িত হয়েছে ‘রং নাম্বার’। গল্পে নজরুল রাজ কলেজ শিক্ষক। তার সহধর্মিণী মৌসুমী হামিদ। শীতের ছুটিতে বেড়াতে গেছেন নেপাল। নেপাল এয়ারপোর্ট থেকে গাড়িতে যাচ্ছেন নজরুল রাজ আর মৌসুমী হামিদ। পাসপোর্ট হারিয়ে ফেলেন। দৌড়ঝাপ শুরু করেন নজরুল রাজ। এনিয়ে কেটে যায় দুদিন। এখানে-ওখানে ছোটাছুটিতে ব্যস্ত নজরুল রাজ। হোটেলে দুশ্চিন্তা নিয়ে সময় কাটে মৌসুমী হামিদের। এর মধ্যে পরিচয় হয় দুই বাংলাদেশী মিশু সাব্বির আর নাঈমের সঙ্গে। মৌসুমী হামিদকে অবিবাহিত ভেবে কথা বলেন তারা। এক পর্যায়ে গিয়ে জানতে পারেন তারা রং নাম্বারে কথা বলছেন। এভাবেই গল্প এগিয়ে যায়। আজ বাংলাভিশনে রাত নয়টায় প্রচার করা হবে বলে এর নির্মাতা জানান।