যেভাবে বিধ্বস্ত হয় ইউক্রেনের বিমান

0
243

খুলনাটাইমস বিদেশ : ইরানের রাজধানী তেহরানের ইমাম খামেনি বিমানবন্দরের কাছে বুধবার ১৭৬ যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান। দুর্ঘটনায় বিমানের কোনো আরোহীই বেঁচে নেই। ওই দুর্ঘটনা তদন্ত করছেন ইরানি তদন্ত কর্মকর্তারা। তারা জানিয়েছেন, ইউক্রেনের ওই যাত্রীবাহী বিমানটি তেহরানের দক্ষিণপশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়ার আগেই এতে আগুন ধরে গিয়েছিল। বুধবার ইমাম খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র তিন মিনিটের মাথায় ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে থাকা অধিকাংশ আরোহীই ইরানি এবং ইরানি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক। নিহতদের মধ্যে ৮২ জন ইরানি, ৬৩ জন কানাডীয়, ১০ জন সুইডেনের, চারজন আফগানিস্তানের, তিনজন জার্মানির এবং তিনজন ব্রিটেনের নাগরিক। অপরদিকে নয় ক্রুসহ ১১ জন ইউক্রেনের নাগরিক নিহত হয়েছেন। বুধবার সকালে বোয়িং ৭৩৭ বিমানটি তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এটি ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে যাত্রা করেছিল। ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানে আকাশে থাকা অবস্থায়ই এতে আগুন ধরে যেতে দেখা গেছে। প্রায় তিন বছর ধরে আকাশে উড়েছে ওই বিমানটি। গত ৬ জানুয়ারি শেষবার বিমানটির রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছিল। বিমানটি বুধবার তেহরানের বিমানবন্দর থেকে উড্ডয়নের পরেই এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তবে বিমানটিতে কী ধরনের ত্রুটি ছিল তা উল্লেখ করা হয়নি। তবে প্রাথমিকভাবে দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটিকে দায়ী করা হলেও ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেকসি হঞ্চারুক নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেননি। ক্ষেপণাস্ত্র ছুড়ে ওই বিমানটিকে নামানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে এ নিয়ে তিনি সরাসরি কিছু বলেননি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না।