যুক্তরাষ্ট্রে করোনায় মৃত ৯, আক্রান্ত বেড়ে ১২৯

0
298

খুলনাটাইমস বিদেশ : প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১২৯ জন ছাড়িয়েছে। বুধবার ম্যানহাটনের অ্যাটর্নির মৃত্যুর খবর পাওয়া গেছে। তার স্ত্রী ও সন্তানেরাও করোনায় আক্রান্ত বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন ওয়াশিংটন রাজ্যে। ক্যালিফোর্নিয়ায় বুধবার ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে টেক্সাস এবং নেব্রাস্কাতে আক্রান্তের সংখ্যা বেড়েছে। করোনাভাইরাস শনাক্তে পুরো যুক্তরাষ্ট্রে পরীক্ষা ব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়েছে হোয়াইট হাউজ। এদিকে লস এঞ্জেলেসে ৭ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর স্বাস্থ্য বিভাগ জরুরি সতর্কতা জারি করেছে। বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ৯ জন মারা যান। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপরই সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ হারানো ৮ জনের দশজনই ওয়াশিংটন অঙ্গরাজ্যের। বাকি একজন ক্যালিফোর্নিয়ার। উত্তরপশ্চিমাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ার পাশাপাশি চলতি সপ্তাহে ফ্লোরিডাতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। করোনাভাইরাস টেক্সাস ও নেব্রাস্কায়ও ছড়িয়ে পড়েছে। ক্যালিফোর্নিয়ায় মারা যাওয়া সর্বশেষ ব্যক্তি গত মাসে প্রিন্সেস প্রমোদতরীতে ভ্রমণ করেছিলেন। ধারণা করা হচ্ছে সেখান থেকেই তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই প্রমোদতরীটি সান ফ্রান্সিসকো থেকে ছেড়ে মেক্সিকোতে ঘোরাঘুরি করেছে। প্রমোদতরীটিকে সান ফ্রান্সিসকোর বন্দরে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে। ডিসেম্বরের শেষে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বুধবার পর্যন্ত বিশ্বে নিহত হয়েছেন ৩২৮৫ জন এবং আক্রান্তের সংখ্যা ৯৩ হাজারের বেশি। চীনে করোনার প্রভাব কমতে শুরু করলেও বিশ্বের অন্যান্য দেশে তা দ্রুত ছড়িয়ে পড়ছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি। এখন পর্যন্ত ৩ হাজার ২৮৫ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস। বিভিন্ন দেশে ৯৫ হাজার ৪৮১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৬৮৮ জন। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৪৩০ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১২ জনের। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। সেখানে এখন পর্যন্ত ৫ হাজার ৭৬৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩৫ জন।