মোড়েলগঞ্জ উপজেলার সাবেক শিক্ষা অফিসার আনিছুর রহমানের বিদেশ যাত্রা

0
423

মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সাবেক শিক্ষা অফিসার বর্তমান সহকারী জেলা শিক্ষা অফিসার যশোর মো. আনিছুর রহমান ইন্দোনেশিয়ার“মডান স্কুল ম্যানেজমেন্ট প্রাকটিস”সরকার কর্তৃক মনোনিত হয়েছেন। তিনি আগামী ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় উদ্দেশ্যে রওনা হবেন।
আনিছুর রহমান ২০১১ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বাংলাদেশের মধ্যে (শার্শা) উপজেলায় ৩য় স্থান অধিকার করায় এবং ২০১৪, ২০১৫ সালে (যশোর জেলা ও বাগেরহাট জেলা) শ্রেষ্ট উপজেলা শিক্ষা অফিসার হওয়ার গৌরব অর্জন করে। প্রাথমিক শিক্ষার স্বার্থে বিদেশ গমন, কিছু কৌশল শিখে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার সাথে সংগতিপূর্ন বিষয়গুলো প্রয়োগের মাধ্যমে কাজ করার প্রয়াশ থাকবে সবসময়। যাতে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি পায়। প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন এর ওপর শিক্ষক, অভিভাবকদের সাথে নিয়ে কাজ করছেন। সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ঢাকা মহোদয় কর্তৃক শ্রেষ্ট শিক্ষক, কর্মকর্তাদের বিদেশ ভ্রমনের জন্য নির্বাচন করছেন। তিনি সকলের দোয়া প্রার্থী ।