মোড়েলগঞ্জে নৌকায় ভোট চেয়ে মৎস্যজীবি লীগের বর্নাঢ্য র‌্যালী

0
267

মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জে আওয়ামী মৎস্য জীবি লীগের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ও আওয়ামী লীগ প্রার্থীর নৌকা প্রতিকে ভোট চেয়ে এক বর্নাঢ্য র‌্যালী করেছে।
শুক্রবার দুপুরে উপজেলা ও পৌর মৎস্যজীবি লীগের উদ্যোগে বার্নাঢ্য র‌্যালীটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোরেলগঞ্জ-শরণখোলা আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এ্যাড. আমিরুল আলম মিলন এর সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, আওয়ামী লীগের প্রার্থী এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা মৎস্য জীবি লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সবুর, সাধারণ সম্পাদক সেলিনা ভানু সেলি, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শিকদার, দপ্তর সম্পাদক আফরোজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইলিয়াস আলী, মহিলা সম্পাদিকা উষা রানী চন্দ্র, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবিদ হোসেন, মোড়েলগঞ্জ উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মো. মুনসুর আলী, সাধারণ সম্পাদক মো. আল আমীন শেখ, সহ-সভাপতি মো. হেলালুজ্জামান, পৌর সভাপতি মো. কাজী নাসির উদ্দিন ও সম্পাদক মো. মনির হোসেন মল্লিক। সভায় আওয়ামী লীগ প্রার্থী মিলন বলেন, ২১ মার্চ শতকরা ৮০ ভাগ ভোটার ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করে বিজয়ের হাঁসি হাসতে হবে। জননেত্রী শেখ হাসিনা মৎস্য জীবি লীগের সাধারণ জেলেদের কথা চিন্তা করে তাদেরকে সহযোগী সংগঠনে স্থান দিয়েছেন। মৎস্যজীবিদের আপতকালিন সুযোগ-সুবিধা যাতে বৃদ্ধি হয় সে পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এ দিকে সকাল থেকেই উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সৎস্য জীবি লীগের সভাপতি ইউপি মেম্বর মো. আনোয়ার হোসেন হাওলাদার, জিউধরা ইউনিয়নের সভাপতি মোশারেফ হোসেন খান, দৈবজ্ঞহাটী ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান, পুটিখালী ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক মো. কামরুল ইসলাম, ও তেলীগাতি ইউনিয়নের সভাপতি ইলিয়াস হাওলাদারের নেতৃত্বে ব্যানার শহকারে পৃথক পৃথক মিছিল নিয়ে সমবেত হয় নেতৃবৃন্দ।