মোল্লাহাটে বোমা বিষ্ফোরণের বিভীষিকাময় দিন বৃহস্পতিবার

0
175

টাইমস ডেস্ক:
বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর, দুই দশক আগে ২০০১ সালের এইদিনে ঘটে সাধারণ মানুষের প্রিয়নেতা শেখ হেলাল উদ্দীন এমপি’কে হত্যাচেস্টায় স্বাধীনতা বিরোধী/আততায়িদের পুতেরাখা শক্তিশালী বোমা বিষ্ফোরণ ও বিভিষীকাময় হত্যাকান্ড। এ মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রী কলেজ মাঠে জননেতা শেখ হেলালের নির্বাচনী জনসভায় অজ¯্র মানুষের ঢল নামে দুপুর থেকে। বিকাল নাগাদ প্রায় লাখো মানুষের উৎসবমূখর সমাবেশ। সকলে অপেক্ষায় প্রিয় নেতার। বিকাল প্রায় ৫টা বাজে।

এমন সময় পৌছলেন জাতির জনকের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন এমপি। গাড়ী থেকে কলেজ গেটে নামবেন, এমন সময় প্রিয় নেতার কাছে এগিয়ে আসলেন অনেকে। গাড়ী থেকে নেমে কলেজ গেটে নামলেন, মাত্র দু’কদম এগুতেই বিকট শব্দে বিষ্ফোরিত হয় আততায়িদের পুতে রাখা শক্তিশালী রিমোট কন্ট্রোল বোমা। প্রিয়নেতার গাঁ-ঘেষে থাকা কয়েক নেতা-কর্মী মিলে ৯জনের দেহ ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হয়। আহত হয় শতাধিক লোক। সকলের প্রানের নেতা শেখ হেলাল উদ্দীন মহান সৃস্টিকর্তার অসীম কৃপায় অল্পের জন্য প্রাণে বেচে গেলেও তিনি আহত হণ। বর্বরোচিত ওই ঘটনায় কয়েক ব্যক্তি পঙ্গুত্ব বরণ করেন। ওই ঘটনায় ততকালীন আ.লীগ নেতা চৌধূরী জিয়াউল ইসলাম পান্নার বাদীত্বে থানায় মামলা হয়। এরপর বিএনপি-জামাত জোট সরকার গঠন হয়। ওই সরকার মামলাটিকে বিচারহীনতার অতলগহবরে চাপা দেয়। পরবর্তীতে স্বাধীনতার চেতনার (আ’লীগ) সরকার গঠন হওয়ার পর আবার ওই মামলার কার্যক্রম শুরু হয়। এভাবেই কেটেছে গত বিশ বছর।
বর্বরোচিত ওই বোমা হামলায় নিহতদের পরিবার ও আহতদেরকে বেক্তিগতভাবে নিয়মিত সাহায্য-সহযোগিতা করাসহ সরকারীভাবেও অনুদানের ব্যবস্থা করেছেন জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি।
নিহতদের আত্মার শান্তি কামনাসহ ক্ষতিগ্রস্থ/ আহতদের সুস্থ্যতা কামানা করেছেন জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি। একইসাথে জঘন্য ওই ঘটনার সুষ্ঠু বিচার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়া নিহতদের আত্মার শান্তি কামানসহ ওই ঘটনার/মামলার যথাযথ ও দ্রæত বিচার দাবী করেছেন উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা আ.লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা আ.লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক ও শেখ হেলাল উদ্দীন এমপি’র একান্ত সহকারী সিকদার ওয়ালিদ হোসেন, কে,আর, কলেজের অধ্যক্ষ আ.লীগ নেতা এল, জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ সেলিম রেজা, উপজেলা আ.লীগ প্রচার সম্পাদক এস,এম, নাসির উদ্দিন, উপজেলা ছত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধূরীসহ অনেকে।