মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের ৩ সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

0
152

মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে করোনা পরিস্থিতিতে ওয়ার্ল্ড ভিশন, মোরেলগঞ্জ দরিদ্র পরিবারে শিক্ষা উপহার হিসেবে উপজেলার ৬ টি ইউনিয়নের ৩ হাজার ১ শ’ ৯৫ জন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করে। রবিবার (৩০) মে বিকেলে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ওয়ার্ল্ড ভিশন, মোরেলগঞ্জ এপি ম্যানেজার লাভলি লাকি বিশ^াস। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন প্রোগ্রাম অফিসার মোঃ নিজামউদ্দিন, লাকি হালদার প্রমুখ। অনুষ্ঠানে মোরেলগঞ্জ সদর, বারইখালী, খাউলিয়া, নিশানবাড়িয়া, জিউধরা ও হোগলাবুনিয়া ইউনিয়নের ২৬০০ দরিদ্র ও হতদরিদ্র শিশুদের প্রত্যেককে ৬ টি খাতা ও ৫ টি কলম এবং ৫৯৫ জন স্কুল ছাত্রীর প্রত্যেককে ১ টি করে ছাতা প্রদান করা হয়। উল্লেখ্য, পরবর্তীতে বাকি ১০টি ইউনিয়ন এবং মোরেলগঞ্জ পৌরসভার দরিদ্র এবং প্রতিবন্ধী শিক্ষার্র্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে।

খুলনা টাইমস/এমআইআর