মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ২৩তম দিন

0
320

খবর বিজ্ঞপ্তি: রবিবার মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ২৩তম দিন। সকাল ১০ টায় বইমেলার মঞ্চে খুলনা’র ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় বইমেলার মঞ্চে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, খুলনা এর ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টায় বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ এর বাচিক শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় আবৃত্তি অনুষ্ঠান। বইমেলার মঞ্চে সন্ধ্যা ৬.২০ মিনিটে আয়োজিত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক ড. মো: আহছান উল্যাহ। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ টিএম জাকির হোসেন। প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক। বিশেষ অতিথি ছিলেন মল্লিখ আবিদ হোসেন কবির। সভাপতিত্ব করেন অধ্যক্ষ (অব:) মমতাজ বেগম বিজলী। পরিশেষে বনলতা সাংস্কৃতিক একাডেমি ও ক্লাসিক সঙ্গীত একাডেমি, খুলনার পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নূরুন্নাহার হীরা, শাহারুজ্জামান ও রবিউল ইসলাম ও তারক চন্দ্র মন্ডল। অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।