মুজিববর্ষ উদযাপনে বটিয়াঘাটায় প্রস্তুতিমূলক সভা

0
262

বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ জানুয়ারী মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার বেলা আড়াইটায় স্থানীয় সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, অধ্যক্ষ অমিতেষ দাস, সমাজসেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, সমবায় কর্মকর্তা জান্নাতুন্নেছা, ওসি তদন্ত মোঃ মোস্তফা হাবিবুল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রণয় মিশ্র, জনস্বাস্থ্য প্রকৌশলী জিয়াউল হক জসীম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসী রানী রায়, নির্বাচন কর্মকর্তা আব্দুস সাত্তার, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আমীর আলী, খাদ্য কর্মকর্তা রফিকুল আলম, তথ্য সেবা কর্মকর্তা মিতালী মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধরণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক মোঃ আহসান কবির, বিপ্রদাস মন্ডল, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, হাদী উজ্জামান হাদী, আশিকুজ্জামান আশিক, ইসমাইল হোসেন মোল্লা বাবু, গোলাম হাসান, সরদার আব্দুল হাদী, প্রধান শিক্ষক অনিলকুমার মন্ডল, তপন কুমার বিশ্বাস ও আনন্দ মোহন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন রায় প্রমূখ। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের লক্ষ্যে ১০ জানুয়ারী মুজিব বর্ষের ক্ষণ গননা কার্যক্রম সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।