মানবাধিকার কমিশনের মাদক বিরোধী আলোচনা

0
197

খবর বিজ্ঞপ্তি: জাতিসংঘ মানবাধিকার কমিশন কর্তৃক অনুমোদিত বাংলাদেশ মানবাধিকার কমিশন, খুলনা বিভাগ উদ্যোগে ‘মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা খুলনা বিভাগীয় সভাপতি শেখ অলিউল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল মুকিম সরকার, পিবিজিএম, এনডিসি, পিএসসি। প্রধান আলোচক ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ এম ডি এ বাবুল রানা। সম্মানিত অতিথি ছিলেন লেঃ কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, পিএসসি, অধিনায়ক, ২১ বর্ডার গার্ড, ব্যাটালিয়ন, খুলনা কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার সহাকারী পরিচালক মিজানুর রহমান। অন্যান্য অতিথি ছিলেনÑপ্রধান শিক্ষক দীপ্তি রানী দে, সমাকসেবক শেখ হাসান ইফতেখার চালু, শেখ আবিদুল্লাহ, মানবাধিকারী নেতা মোঃ সাইফুল ইসলাম, মোঃ আবু বকর, মোঃ হাবিবুর রহমান মিজি, আল মামুন বাদল, এ্যাড. মোঃ হানিফ উদ্দিন, শেখ মাহাদী মোহাম্মদ, লাবনী, মনি, অনন্যা প্রমুখ।