প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলাকারী ইয়াছিন গ্রেফতার

0
36

নিজস্ব প্রতিবেদক
মাননীয় প্রধানমন্ত্রীর প্রাণনাশের উদ্দেশ্যে গাড়ীবহরে হামলাকারী, ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক সন্ত্রাসী ইয়াছিন’কে যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব—৬। মঙ্গলবার (২৬ মার্চ) র‌্যাব—৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রাণনাশের উদ্দেশ্যে গাড়ীবহরে হামলাকারী ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক সন্ত্রাসী মোঃ ইয়াছিন আলী (৫৭) যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বেজপাড়া এলাকা হইতে শানতলা এলাকার দিকে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ২৬ মার্চ ২০২৪ তারিখ আনুমানিক রাত ৯টায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন শানতলা মোড়ে অভিযান পরিচালনা করে আসামী মোঃ ইয়াছিন আলী (৫৭), পিতা— মৃত ইউসুফ আলী, সাং— তুলশীডাঙ্গা, থানা—কলারোয়া, জেলা—সাতক্ষীরাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ১ টি, হত্যা চেষ্টা ১ টি ও মাদক আইনে ১ টি মামলা বিচারাধীন রয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ৩০ আগস্ট ২০০২ ইং তারিখ তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় পৌছালে কতিপয় সন্ত্রাসীরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ তার গাড়িবহরে হামলা চালায়। এই হামলার ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য আইনে পৃথক ০৩ টি মামলা রুজু হয়। মামলাগুলোর বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় গত ১৮ এপ্রিল ২০২৩ তারিখ সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল—৩ এর বিজ্ঞ আদালত উক্ত হামলার সাথে জড়িত আসামীদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। আসামী মোঃ ইয়াছিন আলী উক্ত হামলার পরিকল্পনাকারী এবং অস্ত্র সহ হামলাকারীদের মধ্যে অন্যতম। সে তার সহযোগীদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি বহরের উপর হামলা চালায়। ফলে অনেক নেতাকর্মী গুরুতর আহত হয় এবং বেশ কয়েকটি সরকারী গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে মামলার ঘটনায় ৩টি মামলার মধ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের ২টি মামলার ৪৮ জন আসামির মধ্যে আসামী মোঃ ইয়াছিন আলী সহ মোট ৪৪ জনকে ০৭ বছর মেয়াদে সাজা প্রদান করা হয়। আসামী মোঃ ইয়াছিন আলী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল। র‌্যাব—৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল আত্মগোপনে থাকা কুখ্যাত সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। পরবর্তীতে র‌্যাবের তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুখ্যাত সন্ত্রাসী মোঃ ইয়াছির এর অবস্থান নিশ্চিত করে।