বড়দিন উপলক্ষে ‘যীশু এসেছিল, আসবেন’

0
300

খুলনাটাইমস বিনোদন: বড়দিন উপলক্ষে নির্মিত হলো বিশেষ ডকুফিল্ম ‘যীশু এসেছিল, আসবেন’। কাহিনিচিত্রের আদলে মহান যীশু খৃষ্টের আগমন ও তার পুনঃআগমনের বার্তাকে উপজীব্য করে নির্মিত এই ডকুফিল্মে তার জীবন ও আদর্শ-বাণী ফুটিয়ে তোলা হয়েছে। এটি নির্মাণ করেছেন কামরুল হাসান নাসিম। ৩৩ মিনিট দৈর্ঘ্যরে চলচ্চিত্রটিতে যীশু খৃষ্টের চরিত্রে অভিনয় করেছেন রুদ্র হক। এতে দুই শাসক পিলাত এবং হেরোদের ভূমিকায় তাওহীদ ইসলাম এবং জনপ্রিয় অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। ম্যারির চরিত্র রূপায়ন করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। নির্মাতা কামরুল হাসান নাসিম বলেন, “বড় দিন’ উৎসবকে ঘিরে এই চলচ্চিত্রে খুব ছোট পরিসরে জিসাস ক্রাইস্টকে তথা যীশুকে এবং মুসলিম কমিউনিটির জন্য হযরত ঈসা (আঃ) এর জীবনীটুকু দেখাতে চেয়েছি। পৃথিবীতে অসংখ্য নির্মাতা জিসাসের উপর নানা ধরণের চলচ্চিত্র নির্মাণ করেছেন। আমিও খানিকটা ছোট্ট আয়োজনে এই নির্মাণের মধ্য দিয়ে যীশুর জীবন আদর্শকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার মতে, অতিমানবদের জীবন দর্শনকে মেনে চলতে পারলেই পৃথিবীতে চলমান সংকটগুলো থাকে না।” তিনি আরো বলেন, ‘জিসাসের ভূমিকায় নবাগত রুদ্র হক অভিনয় করেছেন। পুরোনোদের নিয়ে করলে তাঁদের স্বভাবসূলভ বিচরণ যীশুকে ধারণ করতে সক্ষম হতো না বলেই নতুন একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছি। রুদ্র ভালো করেছে, হয়তো যারা এই কাহিনিচিত্র দেখবেন তারাই সঠিক রায় দিতে পারবেন। আশা করছি, তারা আশাহত হবে না।’ এ চলচ্চিত্র প্রসঙ্গে অভিনেত্রী মৌটুসী বিশ্বাস বলেন, ‘জেসাস ক্রাইস্ট এবং মাদার ম্যারি সম্পর্কে আমরা জানি একরকম কিন্তু অনেকভাবেই কল্পনা করা যায়। এই কল্পনার জায়গাটা প্রসারিত করে সুন্দর একটা ফিকশন তৈরি করা হয়েছে বড়দিন উপলক্ষে।’ চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেনÑএনামুল হক, জাভেদ ওমর, ভাবনা, আহসান হাবীব সুমন, শিমুল চৌধুরী, সজীব সরকার, সাজ্জাদসহ শতাধিক অভিনয়শিল্পী। মুক্তির অপেক্ষায় থাকা এ নির্মাতার ‘লিলিথ’ চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করা আয়শা এরিনকে এই কাহিনিচিত্রে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন ফেরদৌস শাহরিয়ার মানিক। সম্পাদনায় ছিলেন এনামুল হক। ২৫ ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভিতে সকাল ১১টা ১৫ মিনিটে প্রচার হবে এটি।