বড়দলে খাদ্যবান্ধবের চাউল কালোবাজারে পাচারের অভিযোগের তদন্ত

0
403

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বড়দল বাজার থেকে খাদ্যবান্ধবের ২৫ বস্তা চাউল কালোবাজারে পাচারের অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫ টায় বড়দল মহিলা মার্কেটে উপস্থিত হয়ে উপজেলা ফুড অফিসার (ভারপ্রাপ্ত) আবু হেনা মোস্তফা কামাল ও বড়দল ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল এ তদন্ত করেন। তদন্তকালে বড়দল ইউপি চেয়ারম্যান আ. আলিম মোল্যা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুরঞ্জন ঢালী, সেচ্ছাসেবকলীগ সভাপতি আ. আজিজ, সেক্রেটারী নুরুজ্জামান মালী, বাজার কমিটির সেক্রেটারী কাজল সানা, ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান বাবু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর’১৮ মঙ্গলবার বিকালে বড়দল বাজারের মহিলা মার্কেটে অবিস্থত খাদ্যবান্ধবের ডিলার শাহাজুদ্দীন সানার পুত্র মুজিবর সানার গোডাউন থেকে কালোবাজারে পাচারের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বড়দল ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল ২৫ বস্তা চাউল জব্দ করেন। তারই প্রেক্ষিতে উক্ত তদন্ত অনুষ্ঠিত হয়।