বৈশ্বিক লকডাউনবিরোধী আন্দোলনে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সংখ্যা বাড়ছে

0
158

টাইমস বিদেশ :
কোভিড-১৯ মোকাবেলায় লকডাউন নীতির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্কবার্তা দিয়ে শুরু হওয়া বৈশ্বিক আন্দোলনে কয়েক হাজার বিজ্ঞানী ও স্বাস্থ্য বিশেষজ্ঞ যুক্ত হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন সমাজে বিরূপ প্রভাব রাখার পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর ‘ভয়াবহ প্রভাব’ ফেলছে বলে অভিমত দিয়েছেন প্রায় ছয় হাজার বিশেষজ্ঞ, যাদের মধ্যে যুক্তরাজ্যেরও কয়েক ডজন বিশেষজ্ঞ রয়েছেন। তাদের মতে, করোনাভাইরাস সুরক্ষা নীতিতে এই রোগে সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ওপর গুরুত্ব দিতে হবে, আর স্বাস্থ্যবানরা স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাবেন। তবে তাদের এই অভিমত নিয়ে বিজ্ঞানী মহলে মতভেদ রয়েছে, অন্যরা এর ঝুঁকির দিকগুলো নিয়ে সতর্ক করেছেন। এবং করোনাভাইরাসের দীর্ঘমেয়াদি জটিলতার কারণে আরও অনেকে ঝুঁকিতে থাকবেন। তবে ‘গ্রেট ব্যারিংটন ডিক্লারেশন’ নামে পরিচিতি পাওয়া এই আন্দোলনে যুক্ত যুক্তরাজ্যের একদল চিকিৎসকের লেখা একটি চিঠিতেও এই বিষয়গুলো উঠে এসেছে ভিন্নভাবে। টেলিভিশন অনুষ্ঠানের কারণে পরিচিত মুখ ডা. ফিল হ্যামন্ড ও ডা. রোজম্যারি লিওনার্ডসহ ৬৬ জন ‘জেনারেল প্রাকটিশনার’, যাদের অনেকে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের উচ্চ পদে ছিলেন, তারা স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছেন যে, কোভিড-১৯ মোকাবেলার নীতি নির্ধারণীতে কোভিড বহির্ভূত ক্ষতির ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না।