বুধহাটা বাজারে মালবাহী ট্রাক রেখে লোড-আনলোডের কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি

0
554

মইনুল ইসলাম, আশাশুনি থেকে:
আশাশুনি উপজেলার প্রাণকেন্দ্র বুধহাটা বাজারে মালবাহী ট্রাক রেখে লোড-আনলোডের কারণে প্রতিনিয়িত যানজটের সৃষ্টি হচ্ছে। সোমবার বিকালে আশাশুনি টু সাতক্ষীরা সড়কের বুধহাটা বাজারের প্রধান সড়কের ওপর পার্কিং করে পণ্যবাহী ট্রাক থেকে মালামাল আনলোড করার কারণে করিম সুপার মার্কেটের সামনের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এসময় পৌনে এক ঘণ্টার মত এ যানজট স্থায়ী হয়। স্থানীয়দের সহায়তায় পরে যানজট মুক্ত হয় সড়ক। এ বাজারের প্রধান সড়ক আশাশুনি টু সাতক্ষীরা সড়কের ওপর দিনের বেলায় বালুর ট্রাক, সারবাহী ট্রাক, সিমেন্ট বোঝাই ট্রাক ও পাইপবাহী ট্রাকসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক দীর্ঘক্ষণ রেখে মালামাল লোড আনলোডের কারণে প্রতিনিয়ত এসড়কে যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া ভ্যান, ইজিবাহিক সহ ছোট থেকে মাঝারী ধরনের যানবাহনগুলো রাস্তার ওপর যত্রতত্র পার্কিং করাও যানজটের অন্যতম কারণ। এসড়কে পণ্যবাহী ট্রাকগুলো দিনের বেলার পরিবর্তে রাতে মালামাল লোড-আনলোড এর ব্যবস্থা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।