বিস্ফোরকবাহী ড্রোন, নৌকা ধ্বংসের দাবি সৌদি জোটের

0
192

খুলনাটাইমস বিদেশ : ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিস্ফোরকবাহী ড্রোন ও লোহিত সাগরে বিস্ফোরকবাহী দূরনিয়ন্ত্রিত একটি নৌকা ধ্বংসের দাবি করেছে। ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা রোববার এগুলো ছেড়েছিল বলে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ এর প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। এসপিএ এর ওই প্রতিবেদন অনুযায়ী, জোট বাহিনীর মুখপাত্র কর্নেল তুর্কি আল মালকি বলেছেন, ড্রোনটি ধ্বংস করার পর এর খÐগুলো বিমানবন্দরে আছড়ে পড়লেও কেউ আহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমানবন্দটির কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে রাষ্ট্র পরিচালিত আল আখবরিয়া টেলিভিশন জানিয়েছে। একই দিন সৌদি জোট বাহিনী লোহিত সাগরের দক্ষিণে বিস্ফোরকবাহী দূরনিয়ন্ত্রিত একটি নৌকা আটক করার পর ধ্বংস করেছে বলেও এসপিএ এর প্রতিবেদনে বলা হয়েছে। হুতিরা ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহ থেকে এই নৌকাটি ছেড়েছিল বলে আল মালকি দাবি করেছেন। এই ধরনের বিস্ফোরকবাহী নৌকা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা, জাহাজ চলাচলের পথ ও বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। তবে হুতিরা এসব হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।